• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

জাতীয় শোক দিবস পালনে লালমাই উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

লালমাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগর।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত মজুমদার, আশিকুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, শিমুল বড়ুয়া, মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক আহসান মাহমুদ ফরহাদ, আইন বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মজুমদার সহ অনেকে।

পরে উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও পরামর্শক্রমে উপজেলা ছাত্রলীগ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় দোয়া-মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ পরিবারে হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর