
স্টাফ রিপোর্টার||
কুমিল্লা জেলার কোতয়ালী থানার টিক্কারচর এলাকায় ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫)।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কুমিল্লা কোতয়ালী থানার টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আনোয়ার মিয়ার চা দোকানের সামনে চকবাজারগামী পাকা রাস্তার উপর চেকপোস্টে ডিউটি করাকালে একটি প্রাইভেটকার তল্লাশী করে গাড়ীর ভিতর থেকে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :