• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

বসুন্ধরা কিংসে ক্যাম্পিংয়ে মনোনীত হলেন বাগমারা ফুটবল একাডেমির দুই খেলোয়াড়

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই।। 

 

বসুন্ধরা কিংস্ ফুটবল ক্লাবে ক্যাম্পিং এর জন্য স্থায়ীভাবে মনোনীত হয়েছেন বাগমারা ফুটবল একাডেমির খেলোয়াড় নাবিল সামাদ ও জিসান আহমেদ। নাবিল বাগমারা ফুটবল একাডেমিতে ডিফেন্ডার এবং জিসান মিডফিল্ডার হিসেবে খেলতেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির কর্ণধার রায়হানুল ইসলাম। তিনি জানান, গত মাসে আমরা বাগমারা ফুটবল একাডেমির ১ম বর্ষপূর্তি উদযাপন করলাম। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হলো মাত্র এক বছরের ব্যবধানে আমাদের একাডেমি এলাকায় প্রশংসনীয় অবস্থান সৃষ্টি করেছে। এরইমধ্যে আমাদের একাডেমি থেকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুইজন খেলোয়াড় বসুন্ধরা কিংস্ ক্লাবে ট্রায়াল দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ক্লাবে স্থায়ীভাবে ক্যাম্পিংয়ের সুযোগ পেয়েছে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে বাগমারা ফুটবল একাডেমি থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি করা এবং সেই নিরিখে একাডেমির খেলোয়াড়রা প্রতিদিন বিকেলে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ ও অনুশীলন করছে।

 

এ উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে একাডেমির পক্ষ থেকে বসুন্ধরা কিংস ক্লাবে সুযোগ পাওয়া খেলোয়াড় নাবিল সামাদ কে জার্সি উপহার দেন দৈনিক একুশে সংবাদের সম্পাদক ও লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. শাহজাহান মজুমদার এবং বাগমারা ফুটবল একাডেমির কর্ণধার রায়হানুল ইসলাম। পরে খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ড. শাহজাহান মজুমদার।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর