
গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলা শাখা’র নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক। পরে অতিথির সামনে ৪২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি হয়েছেন মোঃ মিজানুর রহমান, নির্বাহী সভাপতি ডা. মোঃ শাহ আলম, নির্বাহী সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসাইন, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার অনুমোদিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক সোলায়মান চৌধুরী, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি অহিদুর রহমান, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি হাফেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, ডা. বিল্লাল হোসেন, ডা. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাল, জাবেদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. নাছির উদ্দীন, সহ- আইন সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক মাইন উদ্দিন, প্রচার সম্পাদক কামাল হোসেন, সহ- প্রচার সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর রেজাউল করিম, আন্তর্জাতিক সম্পাদক কামরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল জলিল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, সহ-সমাজকল্যাণ সম্পাদক নাজমুন্নাহার নুপুর, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ, সহ-সাংস্কৃতিক আল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার, নির্বাহী সদস্য হানিফ মেম্বার,, আউয়াল, ইয়াছিন, আবদুল মোতালেব, জহিরুল ইসলাম, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, আবুল কালাম, কাশেম, জাহাঙ্গীর আলম, ফরিদ আহমেদ।
সভায় কমিশনের সভাপতি মিজানুর রহমান পত্রে উল্লেখসূত্রে বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্বাস করে লালমাই উপজেলা শাখা’র মাধ্যমে এ অঞ্চলের অসহায় ও নির্যাতিত নারী, পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে এবং মানবধিকার লংঘনজনিত যে কোন কর্মকান্ড প্রতিরোধে অনুমোদিত কমিটি প্রতিবাদী ভুমিকা পালন করাসহ BHRC’র প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস গুলো স্থানীয়ভাবে যথাযথ মর্যাদায়-BHRC অনুমোদিত উপজেলা শাখা পালন করবে।
আপনার মতামত লিখুন :