• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও নতুন কমিটি গঠন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

লালমাই উপজেলা ছাত্রলীগের আওতাধীন ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিকেলে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান সারোয়ার রিফাত এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ওহাব সেলিম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন প্রমুখ।

 

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সফি উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও কুমিল্লার সময় সম্পাদক রেদোয়ানুর রহমান সুমন, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ উল্যাহ নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান পাটোয়ারী, ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, শিমুল বড়ুয়া, দপ্তর সম্পাদক আহসান মাহমুদ ফরহাদ সহ অনেকে।

 

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র রুখতে হবে এবং অর্থমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

 

সম্মেলনে ওয়ার্ড ছাত্রলীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে রায়হান সারোয়ার রিফাত এবং সাধারণ সম্পাদক পদে সালেহ আহমেদ ইমন নির্বাচিত হন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর