• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

বাগমারা দক্ষিণ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আ’লীগ নেতা ইয়াছিন সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব মজুমদার রকেট, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আ’লীগ সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, প্রচার সম্পাদক ইমাম হোসেন মেম্বার প্রমুখ।

লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সদস্য জাবেদুর রহমান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ, মাস্টার সিদ্দিকুর রহমান, ইউপি মেম্বার ওবায়দুর রহমান রতন, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ অনেকে।

পরে ৩নং ওয়ার্ড আ’লীগে আবদুল খালেক মজুমদার’কে সভাপতি, বাহারুল ইসলাম’কে সাধারণ সম্পাদক ও সুজন মিত্র সিংহ’কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

 

কমিটি ঘোষণা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন অপরাজিতা তালুকদার অদিতি ও তার টিম।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর