
মোস্তাফিজুর রহমান।।
ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে বুড়িচং মোকাম ইউনিয়নের পশ্চিম মনিপুর দারুস সালাম জামে মসজিদ এর পুকুর থেকে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার করেছে কুমিল্লা চান্দিনা ফায়ার সার্ভিসের একটি টিম।
৭নং মোকাম ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন কে তার এলাকার জনগণ মোবাইল যুগে জানায় একজন অপরিচিত ব্যক্তি সন্ধ্যা সাতটার দিকে পুকুরে ঝাপ দেয় কিন্তু ঐ ব্যক্তি পুকুর থেকে উঠে আসেনি।
সাথে সাথে মেম্বার মোঃ জসিম উদ্দিন তার চেয়ারম্যান কে অবহিত করেন পরবর্তীতে থানায় ব্যাপারটি জানান। তিনি সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানান। গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলেও ঐ ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ হন।
আজ ভোর সকাল ছয়টার দিকে স্থানীয় জনগণ লাশটি কে ভেসে উঠতে দেখেন এবং পুনরায় ফায়ার সার্ভিস কে জানান। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশটি কে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ঐ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
কুমিল্লা জার্নাল/ মোস্তাফিজ
আপনার মতামত লিখুন :