• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাইয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন, লালমাই।।

 

কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম খলিল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম কুমিল্লা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভোরাজগতপুর এলাকার রসুলপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে। অপর পলাতক আসামি একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে ফরিদ উদ্দিন (৩৭)।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল অনুমান ৫টা ১৫ মিনিটের দিকে লালমাই থানাধীন বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর টু শিকারিপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে একটি বায়ুনিরোধক সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

এ বিষয়ে এসআই জামিল মিয়া জানান, কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকারের অংশ হিসেবে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকারের নির্দেশনায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযানে ইয়াবাসহ ইব্রাহিম খলিল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

 

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার বলেন, গ্রেফতারকৃত ইব্রাহিম খলিলের নামে লালমাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর