• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

সয়াবিনের দাম কমছে লিটারে ১৪ টাকা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম কমাতে শুরু করেছে। ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৩ থেকে ১৭ টাকা কমাচ্ছে। খুচরা পর্যায়ে এক লিটারের বোতলের দাম কমবে ১৪ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, অন্য কোম্পানিগুলোও দাম কমাবে। আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক প্রতিবেদনে বাণিজ্য মন্ত্রণালয়কে ১০ শতাংশ হারে ভোজ্যতেলের দাম কমানোর জন্য সুপারিশ করেছিল। বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন ও পামের দাম কমার ফলে দেশে সেই হারে দাম সমন্বয়ের জন্য এই সুপারিশ করেছিল সংস্থাটি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর