• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৫
Designed by Nagorikit.com

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৭নং ওয়ার্ডে এর অন্তর্গত সুজাতপুর নোয়াপুর রামপুর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার সাইদুলহকঃ-

কুমিল্লার চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কর্তৃক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫অক্টোবর-২৫) বিকেল ৩:৩০ এ ৭ নং ওয়ার্ডের সুজাতপুর খেলার মাঠে চিওড়া ইউনিয়ন সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জাহাঙ্গিরের সঞ্চালনায় ও ১১নং চিওড়া ইউনিয়ন সেচ্চাসেবক দলের সহ-সভাপতি জাফর আহম্মেদের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ- সভাপতি কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ- খোরশেদ আলম,

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহীন রেজা বলেন, দেশ স্বাধীনতার পর এই চৌদ্দগ্রামে মুজিবুল হক মুজিব, মরহুম কাজী জাফর আহম্মেদ, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শাসন ব্যবস্থা দেখেছেন। এবার চৌদ্দগ্রামের জন্য কামরুল হুদাকে একবার নির্বাচিত করুন। আশা করি কামরুল হুদার নেতৃত্বে এই চৌদ্দগ্রামের প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, কামরুল হুদা হুটহাট করে আসেন নি। দীর্ঘ সংগ্রাম আন্দোলন করে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন। বার বার কারা বরণ কারী কামরুল হুদা এখন চৌদ্দগ্রাম হাজার মানুষের চোখের মনি হয়েছেন। আশা করি আগামী নির্বাচনে আপনাদের ভোট দানের মাধ্যমে সবাই মিলে ত্যাগী নেতা কামরুল হুদাকে জাতীয় সংসদে পাঠাতে পারব। আপনাদের সহযোগিতাই কামরুল হুদার প্রাপ্তি।

বিশেষ বক্তা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চৌদ্দগ্রাম উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজান খাঁন, মোজাম্মেল হক মাসুম, সাইফুল ইসলাম সবুজ।
১১নং চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি কাজী আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ- বেলাল ভুইঁয়া, সহ-সভাপতি মোঃ রাজিব,চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সিহাব
৭নং ওয়ার্ড যুব দলের সভাপতি ফিরুজ ও ইলিয়াছ আহমেদ প্রমুখ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর